আপনাদের কাছে আমার সহজ ৫টি প্রশ্ন

Posted In:Philosophy, Politics | Posted by: | Posted On:Aug 02, 2013 Comments Off on আপনাদের কাছে আমার সহজ ৫টি প্রশ্ন

সহজ ৫টি প্রশ্ন। দেখি কয়জন বুদ্ধিমান আমার এই সহজ প্রশ্নের সহজ উত্তর দিতে পারেন:

১) পৃথিবী কি শুধু মানুষের একার সম্পত্তি ??

২) নাকি পৃথিবীতে বসবাস কারি সকল জীব ও জড়ের এর (পৃথিবীর) উপর মালিকা আছে ??

৩) যদি মানুষের মত পৃথিবীর সম্পত্তিতে তাদেরও অধিকার থাকে তাহলে তার ব্যবহার বা ক্ষমতাতে কেনও তাদের ( অন্য জীব ও জড়ের) অধিকার দেওয়া হবে না ??

৪) যদি মানুষ ব্যতিত অন্য জীব ও জড়ের পৃথিবীকে ব্যবহারের অধিকার ও ক্ষমতা দেওয়া হয়ে থাকে তাহলে শুধু মানুষ বা জনগণ কিভাবে সকল ক্ষমতার উৎস হয় ?

৫) তাহলে কি শুধু মানুষকে বা একটি দেশের জনগণকে সকল ক্ষমতার উৎস বলা মানে অন্য জীব ও জড়ের সাথে প্রতারনা ও থাপ্পা বাজি নয় কি ?? আর তাহলে আমাদের এই সংবিধান ধাপ্পাবাজির সংবিধান নয় কি ??

——————- সকল প্রকার ধাপ্পা বাজি বন্ধ হোক ——————–

জানি অনেকে সব উত্তর জেনেও কিছু বলতে পারবেন না। শুধু তাদের জন্য নিচের কথা গুলি………

মানুষকে এমন সব গুনাবলি দেওয়া হয়েছে যাতে করে সে সকল প্রানী কুল ও জড় বস্তুর উপর ইনসাফ কায়েম করতে পারে। এই ক্ষমতাটা মানুষকে কে দিয়েছে ??? যার তাকেই অস্বীকার করে তারা কি ভাবে তার রহমত ও মানুষের গুনাবলি প্রাপ্ত হবে যাতে তারা দুনিয়াতে ইনসাফ কায়েম করতে পারবে ???

তারা lদুনিয়াতে ইনাসাফ কায়েম করতে পারে না কারন তারা রহমত প্রাপ্ত নয় তাদের মধ্যে মানুষের গুনাবলিটুকু নেই । আর তাইতো তথা কথিত মানবতাবাদিরা এই সব ব্যপারে খুবই নিরব আসলে অজ্ঞ।

Comments are closed.